কক্সবাজার পৌরসভার তিন কাউন্সিলর ও এক কর্মচারী দুদকের হাতে ধরা, আদালতে হাজির
1 min read

কক্সবাজার পৌরসভার তিন কাউন্সিলর ও এক কর্মচারী দুদকের হাতে ধরা, আদালতে হাজির

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, ভোটার ও পাসপোর্ট পেতে সহযোগিতার অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং জন্মনিবন্ধন শাখার অফিস সহকারী দিদারুল আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হয়েছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তাদের স্পেশাল জজ আদালতে তোলা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।

ইতোপূর্বে ভোরে তিনজন কাউন্সিলর এবং সকাল সাড়ে ৯টার দিকে কর্মচারীকে গ্রেপ্তার করে দুদক টিম। রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সরবরাহে সহযোগিতার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা শরীফ উদ্দীন সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনকালে তিন কাউন্সিলরের সাথে অফিস সহকারীর বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গাদের ভোটার তালিকাভুক্ত করার অভিযোগে মামলা করে দুদক। যার নং ১০/২০২১। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরে রিমাণ্ড চাওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *