উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত এমপি জাফর
1 min read

উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাফর আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের টেষ্ট রিপোর্টে তাঁর করোনা ‘পজিটিভ’ আসে।

বিষয়টি এমপি জাফর আলম নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, শারীরিক ভাবে সুস্থ আছেন। তেমন কোন উপসর্গ নেই।

এমপি জাফর আলম বলেন, শনিবার জাতীয় সংসদ বসবে। বিধিমতে সংসদে যোগ দিতে করোনার রিপোর্ট জমা দিতে হয়। তাই বৃহস্পতিবার স্যাম্পল জমা দিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসে।

দ্রুত সুস্থতার জন্য কক্সবাজার জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন এমপি জাফর আলম।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হক জানান, বৃহস্পতিবার এমপি স্যারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার রাত ১০টায় তাঁর ফলাফল পাওয়া যায়।

তিনি বলেন, কোন ধরণের লক্ষণ না থাকলেও সংসদ অধিবেশনে যাওয়ার জন্য নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষা করতে গিয়ে পজিটিভ আসে।

তবে তিনি শারীরিকভাবে সুস্থ থাকায় বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেয়া হবে বলে জানান ডা. মাহমুদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *