
কক্সবাজারে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনেই ৮৩ শনাক্ত, শুধু সদরেই ৪৭
বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
পর্যটন রাজধানী কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবারও (৫ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের নমুনা টেষ্টে ৮৩ জনের ‘পজিটিভ’ এসেছে। এদের মধ্যে শুধু কক্সবাজার সদরেই পাওয়া গেছে ৪৭ জন।
এ দিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫৭১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারি অধ্যাপক ডা. শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৫ এপ্রিল) শনাক্ত হওয়া ৮৩ জন করোনা রোগীর মধ্যে ১ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। ১ জন বান্দরবান জেলার নতুন রোগী। অবশিষ্ট ৮১ জন করোনা শনাক্ত হওয়া নতুন রোগীর সকলেই কক্সবাজারের রোগী।
এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪৭ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, পেকুয়া উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলার ৭ জন এবং ১ জন রোহিঙ্গা শরণার্থী রোগী রয়েছেন।