মামুনুলের শ্বশুরকে আ.লীগের কারণ দর্শানোর নোটিশ, তার স্ত্রী ‘জামায়াতপন্থী’!
1 min read

মামুনুলের শ্বশুরকে আ.লীগের কারণ দর্শানোর নোটিশ, তার স্ত্রী ‘জামায়াতপন্থী’!

রাজনীতি ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনল হকের ‘কথিত’ দ্বিতীয় স্ত্রী ঝর্ণার বাবা ও ২নং গোলালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কামারগ্রাম আওয়ামী লীগের সভাপতি ওলিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার (১২ এপ্রিল) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এই নোটিশ দেয়া হয়।

ওলিয়ার রহমান ২নং গোলালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কামারগ্রাম আওয়ামী লীগের সভাপতি।

নোটিশে বলা হয়, আপনি মো. ওলিয়ার রহমান, গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মো. হাবিবুর রহমান, সেঝ জামাতা জান্নাত আরা ঝর্ণার সাবেক স্বামী মো. জাফর শহিদুল ইসলাম। সর্বাধিক সমালোচিত আপনার মেজ মেয়ে জান্নাত আরা ঝর্ণার কথিত স্বামী মো. মামুনুল হকসহ সবাই উগ্রপন্থী ইসলামী সংগঠনের সঙ্গে জড়িত। আপনার মেয়ে জান্নাত আরা ঝর্ণা অবৈধ কমকাণ্ডে লিপ্ত। এমনকি আরও জানা যায় যে, আপনার স্ত্রীও জামায়াতপন্থী।

হেফাজতে ইসলামের সঙ্গে পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে কখনো দলীয় নেতাদের জানাননি ওলিয়ার রহমান। তাই তার মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, ওয়ালিয়ার রহমানকে কেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হবে না, তা স্বপক্ষে আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেয়ার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *