লাইফ সাপোর্টে নায়িকা কবরী, ‘আম্মার অবস্থা ক্রিটিক্যাল’, বলছেন ছেলে শাকের
1 min read

লাইফ সাপোর্টে নায়িকা কবরী, ‘আম্মার অবস্থা ক্রিটিক্যাল’, বলছেন ছেলে শাকের

বিনোদন ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

করোনায় আক্রান্ত দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনও সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কবরীর ছেলে শাকের চিশতী সংবাদমাধ্যমকে জানান, তার মায়ের অবস্থা ভালো নয়।

তিনি বলেন, ‘আম্মার শরীর খুব খারাপ। চিকিৎসকরা বলছেন ক্রিটিক্যাল। দোয়া করবেন।’

হাসপাতালে কবরীর সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী।

প্রসঙ্গত, কোভিড টেস্টের পর গত ৫ এপ্রিল দুপুরে ফলাফল হাতে এলে কবরী জানতে পারেন, তিনি করোনা ‘পজিটিভ’। এরপর রাতে হাসপাতালে ভর্তি হন তিনি।

সুত্র মতে, কবরী কিডনির জটিলতার পাশাপাশি অন্য শারিরিক জটিলতায়ও ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *