খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, দেয়া হল নতুন একটি ওষুধ
1 min read

খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, দেয়া হল নতুন একটি ওষুধ

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর তার খাওয়ার জন্য আগের ওষুধের সঙ্গে নতুন করে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শারিরিক অবস্থা স্থিতিশীল আছে। গতকাল গভীর রাতে সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট পেয়েছি। সাময়িক রিপোর্টেও যা আমরা বলেছিলাম, ফাইনাল রিপোর্টেও একই। ফাইনাল রিপোর্ট পাওয়ার পর আমরা বসে সব পর্যালোচনা করে আরেকটি ওষুধ যুক্ত করেছি।’

দেশের বিশিষ্ট ইউরোলজিষ্ট ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে ম্যাডামের চিকিৎসার সবকিছু তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *