করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ আগামিকাল থেকে
1 min read

করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ আগামিকাল থেকে

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামিকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। তবে অব্যাহত থাকবে দ্বিতীয় ডোজের টিকাদান।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির সমন্বয়ক শাসমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম জানান, এখনও হাতে চিঠি পাননি তিনি। তবে এ ধরণের একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনিও শুনেছেন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রথম করোনার টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।

এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে মোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন (পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন ও নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন)। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন (পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন ও নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *