মিয়ানমারের এক শহরে ‌‘মার্শাল ল’ ঘোষণা
1 min read

মিয়ানমারের এক শহরে ‌‘মার্শাল ল’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

মিয়ানমারের মিন্দাত নামে একটি শহরে পুলিশ স্টেশন ও ব্যাংকে হামলার ঘটনার পর সেখানে ‘মার্শাল ল’ ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা। তারা হামলার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী’দের দায়ী করছে।

শুক্রবার (১৪ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

দেশটির সীমান্ত এলাকায় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর লড়াই বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটল। ব্যাপক বিরোধিতার মধ্যে দেশটির সামরিক জান্তাকে শৃঙ্খলা বজায় রাখার জন্য সংগ্রাম করতে হচ্ছে।

মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেয়া সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে, লড়াই চলছে।

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার চিন রাজ্যের মিন্দাত শহরে প্রায় ১০০ লোক ঘরে তৈরি বন্দুক নিয়ে একটি পুলিশ স্টেশনে হামলা চালায়।

অপরদিকে প্রায় ৫০ জন হামলা চালায় মিয়ানমার ইকোনমিক ব্যাংকে। তবে নিজেদের পক্ষে কোনো হতাহত ছাড়াই নিরাপত্তা বাহিনী হামলা প্রতিরোধ করে বলে সামরিক সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *