বান্দরবানে নিজের টেবিলেই মারা গেলেন কৃষি ব্যাংক কর্মকর্তা
1 min read

বান্দরবানে নিজের টেবিলেই মারা গেলেন কৃষি ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

পার্বত্য বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ কৃষি ব্যাংক বাইশারী শাখার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) সিরাজুল ইসলাম (৫৯) নিজ কর্মস্থলেই স্ট্রোক করে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার গ্রামের বাড়ি একই পার্বত্য জেলার লামা উপজেলায়।

রোববার (১৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাংকের ভেতরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিষয়টি জানিয়েছেন ওই ব্যাংকের শাখা ব্যাবস্থাপক জাহাঙ্গীর আলম। তিনি জানান, ওই সময় তিনি ব্যাংকের কাজে বাইশারী ইউনিয়নের চাক পাড়ায় ছিলেন। হঠাৎ ব্যাংকের অফিসার সুব্রত মোবাইল তাকে জানান- সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম ব্যাংকের ভেতরেই স্ট্রোক করে মারা গেছেন।

তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংকে এসে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করেন।

কৃষি ব্যাংক কর্মকর্তা সুব্রত জানান, তিনি পাশের রুমে অবস্থান করছিলেন। সে সময় কাজের বুয়া গোলতাজ বেগম খাবার রান্না করতে এসে স্যারের অবস্থা দেখে তাকে জানায়।

তিনি বলেন, আমিসহ সিনিয়র অফিসার সুবির পাল স্থানীয় বাইশারী বাজারের ডাক্তারকে ব্যাংকে নিয়ে যাই। তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত লোক তাকে এক নজর দেখতে ব্যাংকে ভীড় জমান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক এনামুল হক ভুঁইয়া। তিনি জানান, ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাস্থলেই লাশ সুরতহাল করা হয়েছে।

তিনি বলেন, সিরাজুল ইসলামের ছেলে কক্সবাজার সদর হাসপাতালের একজন জুনিয়র কনসালটেন্ট। তার জবানিতে জানা যায়- ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তবে তার শরীরে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাছাড়াও পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নাইক্ষংছড়ি থানার ওসি’র কাছে আবেদনের প্রেক্ষিতে ছেলে ডাক্তার নজরুল ইসলামের নিকট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে লাশ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ঘটনাস্থলে আসেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যাংকার সিরাজুল ইসলামের ছেলে ডা. নজরুল ইসলাম জানান, তার বাবার মৃত্যু স্বভাবিক। তার কোন অভিযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *