‘ইয়াবা সম্রাট’ ফারুকের মাদকের চালান জব্দ করে সম্মাননা পেলেন ডিবি ওসি শেখ আলী
1 min read

‘ইয়াবা সম্রাট’ ফারুকের মাদকের চালান জব্দ করে সম্মাননা পেলেন ডিবি ওসি শেখ আলী

আনছার হোসেন, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

কক্সবাজার জেলায় এযাবৎকালের ‘সবচেয়ে বড় মাদকের চালান’ জব্দ করে সন্মাননা পেয়েছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গত ৯ ফেব্রুয়ারি দুই দফা অভিযান চালিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকাসহ পাঁচজনকে হাতেনাতে ধরেছিল জেলা ডিবি পুলিশ। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক মূল্য ছিল ৫৩ কোটি টাকা।

ওই অভিযানে ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিতি পাওয়া কক্সবাজার পৌর এলাকার ২ নাম্বার ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার জয়নাল আবেদীন ও সাবেক ইউপি মেম্বার রাজিয়া বেগমের বড় ছেলে জহিরুল ইসলাম ফারুক ও তার ৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশের দাবি, বাংলাদেশ পুলিশ কিংবা র‌্যাব ইতিপূর্বে এতো বড় মাদকের চালান উদ্ধার করতে পারেনি। এটি কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সর্ববৃহৎ চালান উদ্ধারের ঘটনা। এই সাফল্যের জন্যই সম্মামনা স্মারক পেয়েছেন কক্সবাজার জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

‘ইয়াবা সম্রাট’ ফারুকের মাদকের চালান জব্দ করে সম্মাননা পেলেন ডিবি ওসি শেখ আলী
ইয়াবার বিশাল চালানসহ ধরা পড়া ‘ইয়াবা সম্রাট’ জহিরুল ইসলাম ফারুক।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম রেঞ্জে আইন-শৃংখলা ও অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারি কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ মোহাম্মদ আলীকে সম্মাননা স্মারক প্রদান করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

এ সময় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মাননা পাওয়া ডিবি ওসি শেখ মো. আলী নিজেই।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে সাগরপথে আসা কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ঘাট থেকে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় জহিরুল ইসলাম ফারুকসহ দু’জনকে হাতেনাতে আটক করা হয়। একইদিন বিকালে ফারুকের স্বীকারোক্তি মতে তার বাড়ি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়।

ঘটনায় আটক জহিরুল ইসলাম ফারুকসহ পাঁচ মাদক কারবারি কারাগারে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *