সমুদ্রে ১০০ দিন ভাসলো ৮১ রোহিঙ্গা, ৯ জনের মৃত্যু মাঝসমুদ্রেই
1 min read

সমুদ্রে ১০০ দিন ভাসলো ৮১ রোহিঙ্গা, ৯ জনের মৃত্যু মাঝসমুদ্রেই

বিশ্ব ডেস্ক
কক্সবাজার ভিশন ডটকম

এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি দ্বীপে গিয়ে উঠেছে ৮১ জন রোহিঙ্গার একটি দল। বাংলাদেশ থেকে সমুদ্রপথে ১০০ দিনেরও বেশিদিন যাত্রার পর তারা ইদামান নামের ওই দ্বীপে পৌঁছায়। রোহিঙ্গাদের এই দলটি নৌকায় মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করে। কিন্তু এতে ব্যর্থ হওয়ার পর তিনমাসের বেশি সময় সাগরে ভাসতে থাকে নৌকাটি। অবশেষে এটি গিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছে।

এই খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

রোহিঙ্গারা নৌকায় যাত্রা শুরু করেছিল ৯০ জন। সমুদ্রেই মারা যান ৯ জন। এদের মধ্যে একজন ছাড়া বাকি সকলের লাশ উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড।

তবে ইন্দোনেশিয়া এখন তাদের আশ্রয় দেবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। শুক্রবার আচেহ প্রদেশের স্থানীয় পুলিশ তাদের নৌকায় ফেরত পাঠাতে চেয়েছিল। তবে এ ব্যাপারে দেশটির সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য তখনই তাদের সাগরে ফেরত দেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *