
কক্সবাজারের লক্ষাধিক মানুষের ভূমি বন্দোবস্তির উদ্যোগ নিলেন এমপি কমল
বিশেষ প্রতিবেদক, কক্সবাজার
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজার পৌরসভার পর্যটন এলাকাবর্হিভুত সরকারি খাস জমিতে বসবাসরত লক্ষাধিক মানুষের ভূমি বন্দোবস্তির উদ্যোগ নিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল। এ বিষয়ে সরকারের ভূমি মন্ত্রী বরাবরে একটি লিখিত সুপারিশ করেছেন তিনি। এসময় মন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।
বুধবার (৯ জুন) লিখিত আবেদনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, পৃথিবীর অন্যতম পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার পর্যটন এলাকাবর্হিভুত ফাতেরঘোনা, সাত্তারঘোনা, বাঘঘোনা, দক্ষিণ পাহাড়তলী, বাদশাঘোনা, ইসলামপুর, ঘোনার পাড়া (লাইট হাউজের পূর্ব থেকে বাস টার্মিনাল পর্যন্ত এলাকা সমুহ) এলাকায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে লক্ষাধিক মানুষ বসবাস করছেন। এসব এলাকায় হাজার হাজার দুইতলা ও চারতলা ভবন এবং কক্সবাজার পৌরসভার মাধ্যমে রাস্তা ও ড্রেইন নির্মিত হয়েছে।
তিনি বলেন, মাঝেমধ্যে দুদক ও পরিবেশ অধিদপ্তর এসব এলাকায় অভিযান চালিয়ে ঘরবাড়ি ভেঙ্গে দিলে হাজার হাজার জনতা রাস্তায় নেমে পড়েন এবং মানবেতর জীবনযাপন করেন।
তাঁর মতে, লক্ষাধিক এই মানুষের পূর্নবাসনে কক্সবাজারে অন্য কোন বিকল্প জমি নাই। এসব এলাকার জনগণের দাবি- ৫০ বছর ধরে খাস জমিতে বসবাসরত ব্যক্তিদের বসতবাড়ি বন্দোবস্তি দিলে একদিকে সরকার যেমন রাজস্ব পাবে, অন্যদিকে জনস্বার্থ সংরক্ষিত হবে।
মানবিক ও যৌক্তিক দিক বিবেচনা করে ৫০ বছর ধরে ওইসব এলাকায় বসবাসরত ব্যক্তিদের বসতভিটা বন্দোবস্তি দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এমপি কমল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসায় করোনা নেগেটিভ হলেও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ঢাকার সরকারি বাসায় বিশ্রাম নিচ্ছেন। এমন অসুস্থ অবস্থায়ও সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-রামুবাসির উন্নয়নের কথা চিন্তা করে সচিবালয়সহ সরকারের মন্ত্রীদের অফিসে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
ইতোপূর্বে ওইসব এলাকার বিভিন্ন জায়গায় দুদক ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েন। খবর পেয়ে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল তাদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ওইসব এলাকার ভূমিহীনদের ভূমি বন্দোবস্তি করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সেসব এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।