
নাফ নদীতে ভেসে এলো ‘রোহিঙ্গা’ ৩ নারী-শিশুর লাশ
নিজস্ব প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী থেকে ভাসমান অবস্থায় ৩ নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে৷
শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার মৌলভীবাজার নাফনদী সীমান্ত থেকে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ৷
স্থায়ীয় সূত্র জানিয়েছেন, শনিবার সকালের দিকে নাফনদীর মৌলভীবাজার সীমান্তে ৩ নারী-শিশুর লাশ দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেযন৷ পরে দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ মডেল থানার এসআই মাহমুদুল হাসান, আবদুর রব ও মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা ভাসমান ওই ৩ নারী-শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় না পেলেও তারা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে৷
এদিকে উদ্ধার হওয়া ৩ জনের শরীরে ক্ষত না থাকলেও নৌকাডুবিতে মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের৷