নায়িকা পরীমণি ডিবি কার্যালয়ে

নায়িকা পরীমণি ডিবি কার্যালয়ে

বিনোদন ডেস্ক
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছেন।

এর আগে বেলা সাড়ে ৩টায় বনানীর বাসা থেকে বের হন পরীমণি। ওই সময় তার সঙ্গে ছিলেন চয়নিকা চৌধুরী ও পরীর কস্টিউম ডিজাইনার জিমি।

পরীমণি ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘মামলার বাদী হিসেবে আমাকে ডাকা হয়েছে। পুলিশ আমার বক্তব্য শুনতে চায়।’

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমানও পরিমণিকে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মামলার বাদী হিসেবে পরীমণিকে ডাকা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে।’

এদিকে গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এসময় স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা চেয়েছেন।

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার থানায় একটি মামলা হয়। সোমবার গ্রেপ্তার হন মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজন। ওই সময় গ্রেপ্তারদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মাদক মামলা করা হয়েছে।

এই পোর্টালে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।