
পরীমণির ‘ধর্ষণ ও হত্যাচেষ্টা’ মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমার নির্দেশ
ডেস্ক রিপোর্ট
বিসিবিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সাভার থানা থেকে মামলার এজাহার আদালতে এসেছে। আদালত সেটি গ্রহণ করে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন।
সোমবার ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি।
মামলার পর দুপুরে ঢাকার উত্তরার একটি বাসা থেকে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।